Published : 10 Jan 2020, 04:02 PM
গ্রেপ্তার কবির আহম্মদ বাদশা (২৫) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মেয়েটিকে একা ঘরে রেখে তার বাবা মা সেনবাগ হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যান। এ সময় একই গ্রামের কবির গিয়ে মেয়েটিকে কৌশলে ঘর থেকে বের করে আনে।
“মেয়েটি ঘর থেকে বের হলে বাদশা তার মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা তাকে নিয়ে থানায় যান।”
ওসি বলেন, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে মামলা দায়েরের পর রাতেই বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।