Published : 16 Aug 2024, 11:15 PM
গাজীপুর মহানগরের সালনা এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের লাগেজ বগিটি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী।
তিনি বলেন, পরে বগিটি বিচ্ছিন্ন করে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু বগি রেললাইনে পড়ে থাকায় ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার বলেন, জয়দেবপুর জংশনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি করেছে। ঢাকায় খবর দেওয়া হয়েছে।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। তবে কখন এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনি বলা যাচ্ছে না বলেও জানান স্টেশন মাস্টার।