Published : 16 Oct 2024, 09:40 PM
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহতের মামলায় আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবির হোসেন।
গ্রেপ্তার জায়েদ আলী (৬০) রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর আবির হোসেন বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপগঞ্জের উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছাত্র-জনতার আনন্দ মিছিল বের হয়। ওই সময় এক সশস্ত্র হামলায় চনপাড়ার নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাদের আসামি করা হয়। আসামির তালিকায় জাহেদ আলীর নামও রয়েছে।
মামলার পর থেকে আসামি জাহেদ আলী পলাতক ছিলেন। জাহেদ আলীর বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।