Published : 04 Jun 2025, 08:59 PM
বরিশালে একটি ডোবা থেকে ‘কাল কেউটে’ এবং বাড়ি থেকে ‘কাল নাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার এ সাপ দুটো উদ্ধার করা হয় বলে বরিশাল সদর রেঞ্জের বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান।
তিনি জানান, নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার একটি ডোবায় মাছ শিকারের জন্য অবৈধ চায়না দুয়ারি জাল ফেলা হয়। ওই জালে ‘কাল কেউটে’ আটকা পড়ে। পরে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা এসে সাপটি উদ্ধার করেন।
এ ছাড়া পটুয়াখালী জেলা বন কর্মকর্তার বাসা থেকে ‘কাল নাগিনী’ সাপটি উদ্ধার করা হয়। পরে সেটি বরিশাল নিয়ে আসা হয়েছে। সাপ দুটি চট্টগ্রামের ভেনম সেন্টারে পাঠানো হবে বলে জানান বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব।
উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “সাপটি ‘পাতি কাল কেউটে’, ‘কালাচ’ বা ‘দেশী কালাচ’ নামে পরিচিত। এটি বিষধর প্রজাতির একটি সাপ। সাপটির কামড়ে মানুষ মারা যায়।”
এ সাপে কামড়ালে কথিত ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।