Published : 21 Apr 2025, 12:38 AM
খুলনা নগরীর চার স্থানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করার তথ্য দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আহসান হাবিব।
মিছিলের ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করার কথা তুলে ধরে তিনি বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামী লীগের সদস্য। অন্যদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
রোববার সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকাসহ চারটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র প্রদানের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে নগর ও জেলা আওয়ামী লীগের ব্যানারে এসব মিছিল হয়।
প্রথমে জিরো পয়েন্টে পরে দুপুরের মধ্যে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়।
এদিকে প্রশাসনের নির্লিপ্ততায় আওয়ামী লীগ এমন মিছিল করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে খুলনা জাতীয় নাগরিক কমিটি- এনসিপি।
অপরদিকে খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।