Published : 26 Feb 2025, 04:09 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটি ঘোষণার পরদিন নেতাকর্মীদের মধ্যে ‘অসন্তোষ’ দেখা দিয়েছে। কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন তারা।
মঙ্গলবার রাতে কেন্দ্র ঘোষিত নতুন কমিটিতে স্থান পাওয়া ছাত্র আন্দোলনের সমন্বয়করা বুধবার দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
এ সময় নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্যসচিব মুবাশ্বির আলী শিহাব, জ্যেষ্ঠ যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবির, যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের হোসেন, মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্র ঘোষিত নতুন কমিটির পক্ষে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সঙ্গে ছিলেন তারা এই কমিটিতে স্থান পেয়েছেন।
তবে নতুন কমিটিতে যারা স্থান পাননি, আলাপ আলোচনার ভিত্তিতে তাদের আসার দরজা খোলা রয়েছে বলে জানান আহ্বায়ক হাসিবুল হক সানজিদ।
অপরদিকে নতুন কমিটিতে পদ না পাওয়া জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন এবং সবুজ হোসেন বক্তব্য দেন।
তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতাকর্মীরাও এই কমিটিতে স্থান পেয়েছেন।
অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে আন্দোলনে শরীক সবাইকে সঙ্গে নিয়ে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান তারা।