Published : 24 May 2025, 07:57 PM
মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’ ভারতের পক্ষে হলে সমর্থন করবেন না জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের স্বার্থে হলে তারা করিডোরের পক্ষে আছেন।
শনিবার বিকালে লক্ষ্মীপুরে দলের এক প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ভারতের কোনো পরামর্শ আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নাই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি।
“আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো, আমরা ভারতের স্বার্থে কাজ করবো না।”
রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য কথিত এই মানবিক করিডোর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপিসহ কয়েক দল এই করিডোরের বিরোধিতা করছে।
সেনাপ্রধানও বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যা-ই করা হোক না কেন, রাজনৈতিক ঐকমত্যর মাধ্যমে সেটা হতে হবে।
ফয়জুল করীম বলেন, “ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনুস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনুস সরকার ভারতের
গোলামী থেকে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করছে। ভারতের গোলামী থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না।
“এজন্য ‘র’ (ভারতের গোয়েন্দা সংস্থা) আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনুস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করতে চাচ্ছে।”
ডিসেম্বরে নির্বাচনে দেওয়া উচিত সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, “সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হল দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করবো তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব না, অনধিকার চর্চা তিনি করবেন না।”
লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালার পর জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারীর নাম ঘোষণা করেন দলের নায়েবে আমির।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন।