০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
“কোনো অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করার অর্থ হলো কোন দল বা গোষ্ঠীর বিশেষ স্বার্থ রক্ষা করা।”
“ইতিমধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রোগ্রাম করেছে। বিএনপিও বিরোধীতা করছে। তারা বলেছে এটা রেগুলার গর্ভমেন্টের বিষয়,” বলেন তিনি।
“প্রথমে অস্বীকার করলেও সরকার পরবর্তী সময়ে করিডর নিয়ে আলোচনা চালাচ্ছে। কাতারেও আলোচনা করছে,” বলেন তিনি।
“সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো,” বলেন তিনি।
“বিচার, সংস্কার ও নির্বাচন ছিল এই সরকারের মূল কাজ। এই তিনটি কাজের কোনোটাতেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি সরকার,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
“আমেরিকা কেন, আমরা কারও চাপের মুখে নাই। কেউ আমাদেরকে কোনো চাপ-টাপ দিচ্ছে না,” বলেন তিনি।
“চীন বিভিন্ন দেশের সাথে যখন সহযোগিতা করে, তারা নিশ্চয়ই তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই করে। কিন্তু, যার সাথে করে, তাদেরও স্বার্থ রক্ষা করার জন্য করে।”
“এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটাতো একটা আন্তঃসীমান্ত। এজন্য ওপারে যেই থাকুক, তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব,” বলেন তিনি।