Published : 11 Feb 2025, 08:36 PM
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অনুযায়ী পাহাড়ে বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেছেন, “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর হয়ে উঠতে পারেনি। সে কারণে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে।”
মঙ্গলবার বিকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কারর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, “পার্বত্য অঞ্চলের বিশেষ বাস্তবতার আলোকে আমাদের খেলাধুলার জগৎ একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে হয়েছে। আমাদের দেশে ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ব্যবস্থাপনা আছে; কিন্তু পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে তার ব্যতিক্রম আমরা দেখতে পাই।
“১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য জেলা পরিষদ আইন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু জেলা পরিষদের যে সব কার্যাবলী, সেগুলো কিন্তু এখনো প্রতিষ্ঠা করা যায়নি। তারমধ্যে ক্রীড়াঙ্গন; যেটা জেলা পরিষদের পরিচালনায়-নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। কিন্তু আজ অবধি সরকার এই বিষয়টা জেলা পরিষদের ওপর হস্তান্তর করেনি।”
তিনি বলেন, “এখানে এখনো পর্যন্ত সেই আগেকার পদ্ধতিতে তিন পার্বত্য জেলা তথা পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন; আজকে সেটা হওয়ার কথা ছিল না। আমরা আশা করব, আগামী দিনে যেটা যার দায়িত্ব, সেটা বাস্তবায়নে সরকার এগিয়ে আসবে।”
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, জেএসএসের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্র্রকৃতি রঞ্জন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালকুদার দীপু।
রোববার রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব- ২০২৫’র উদ্বোধন করেন সন্তু লারমা। মঙ্গলবার সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রাইজমানি বিতরণ করেন অতিথিরা।