Published : 09 May 2025, 04:20 PM
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটুকে নওগাঁর এক ‘বহিষ্কৃত’ বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) ছিলেন।
এছাড়া টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের জুনিয়র সেকশন অফিসার ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর এলাকায়।
সাগর চৌধুরী নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি। তিনি বিএনপির বদলগাছী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তবে আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
পরিদর্শক (তদন্ত) সাইফুল বলেন, আব্দুল ওয়াহেদ টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে আছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একইসঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে সাগর চৌধুরীকেও আটক করা হয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আব্দুল ওয়াহেদ খান টিটু বোয়ালিয়া থানার দুইটি মামলার এজাহারভূক্ত আসামি। যার মধ্যে একটি হত্যা মামলা। আর অপরটি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে। গত বছরের ৫ অগাস্টের ঘটনায় এ দুইটি মামলা করা হয়।
গ্রেপ্তার টিটুকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে বলে জানান ওসি।