বিএনপি নেতা খুন: আগুনে নিঃস্ব যশোরের মতুয়ারা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় ডহর মশিহাটী গ্রামের বাড়েদা পাড়ার হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের অন্তত ২০টি ঘরে আগুন দেওয়া হয়। এতে সবকিছু পুড়ে নিঃস্ব মতুয়ারা এখনও ভয় আর আতঙ্কে দিন পার করছেন। গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যেই অনিশ্চয়তায় দিন পার করছেন পরিবারের নারী ও শিশুরা।