Published : 02 Jun 2025, 06:09 PM
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে লালমনিরহাটে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার দুপুরে বিএনপি কর্মী খলিলুর রহমান সদর থানায় মামলাটি করেন বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী।
মামলায় জিএম কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বাদী খলিলুর রহমান মামলার অভিযোগে বলেছেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই সময় জিএম কাদের ও তার অনুসারীদের নির্দেশে তাকে কেন্দ্রের বাইরে নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয়।
বাদীর দাবি, তখন তিনি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তবে এবার বিষয়টি লিখিতভাবে তুলে ধরলে মামলা গ্রহণ করা হয়।
ওসি মোহাম্মদ নূর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।