Published : 22 Aug 2024, 06:08 PM
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান।
বৃহস্পতিবার বিকালে আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. ছিদ্দিকুল ইসলামকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কোটা সংস্কারের দাবিতে ডাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বিতর্কিত’ ভূমিকাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্য জামাল উদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। অবশেষে দাবির মুখে পদত্যাগ করলেন তিনি।
২০২২ সালের ২১ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা।