Published : 25 Jul 2024, 01:41 AM
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পাট বাঁধার সময় সাপের কামড়ে আহত হয়েছেন এক গৃহবধূ। সাপটিকে ‘রাসেলস ভাইপার’ বলছেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, আহত নারীকে অ্যান্টিভেনম দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা তীরের আঁটিগাঁও গ্রামে ওই নারীকে সাপে কামড় দেয়।
আহত রেনু বেগম (৫০) ওই এলাকার কৃষক রকমান মোল্লার স্ত্রী।
রকমান মোল্লা বলেন, বাড়ির পাশের সড়কে বসে ক্ষেত থেকে তুলে আনা পাট গুচ্ছ আকারে বাঁধছিলেন তার স্ত্রী রেনু বেগম। এ সময় পাটের গুচ্ছের ভেতর থেকে হঠাৎ করেই একটি সাপ তার বাম পায়ের গোড়ালিতে কামড় দেয়।
এ সময় সাপটিকে রাসেলস ভাইপার হিসেবে উল্লেখ করে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। পরে আহত রেনু বেগমকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, বর্তমানে রেনু বেগমের শারীরিক অবস্থা ভালো আছে।