Published : 27 Feb 2025, 07:59 PM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটি কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন।
নিহত মো. আমিন উল্লাহ (৬০) ওই বাড়ির মনু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। তার বড় ভাই আবদুল মোতালেব (৬৫) ঘটনার পর পর পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যান। এ সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
“এর এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাইয়ের বুকে আঘাত করেন। এতে তিনি লুটিয়ে পড়েন।”
তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।