Published : 26 May 2025, 05:05 PM
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা আহ্বান করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির পর ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার আলফাডাঙ্গা পৌরসদর এলাকায় এ আদেশ জারি করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় বিএনপির দুটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌরসদরের চৌরাস্তা এলাকায় একইস্থানে দুইপক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে। ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে পৌরসদরে দুইপক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, “কয়েকদিন আগে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।”
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়।”
খোশবুর রহমান খোকন বিএনপির লোক নয় বলেও তিনি দাবি করেন।
ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।