Published : 06 Feb 2025, 09:41 PM
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় তিন ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার মতলব দক্ষিণ উপজেলায় ইটভাটা সমূহের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
“এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস মালিককে ২ লাখ টাকা, একই এলাকার শাহ পরান ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা ও সিএসবি ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।”
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইট ভাটাগুলোতে পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী, পুলিশ ফোর্স, ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভির ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মিজানুর রহমান।