Published : 24 Mar 2025, 12:50 AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সামনে এ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত মিলন হোসেন (৪০) পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে।
স্বজনদের বরাতে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মিলনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইফতারের আগে তিনি মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার লাশ দেখতে পায়।
ওসি বলেন, এটি হত্যা না কি সড়ক দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে।