Published : 26 Jun 2025, 04:55 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি পালিত হয়েছে।
দ্বিতীয় দফার চতুর্থ দিন হিসাবে বৃহস্পতিবার দিনের দ্বিতীয়াংশে অর্থাৎ বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে এই কর্মবিরতি চলে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।
কলম বিরতির কারণে বেলা ১২টা বাজতেই কাস্টমস হাউজ থেকে সব ব্যবসায়ীদের বের হয়ে আসতে দেখা যায়।
তবে এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরে পণ্য উঠানামার কাজকর্ম ও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক ছিল।
নাম না প্রকাশের শর্তে কাস্টমস হাউজের এক কর্মকর্তা বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে দুপুরের পর কোনো কাজ হয়নি।
এর আগে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব কর কমিশনার সেহেলা সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেসনোটে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে।
প্রেসনোটে আরও বলা হয়, চেয়ারম্যানকে আগামী ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ ও সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর' পালিত হবে।
এছাড়া সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষে পকামনা করেছে বলেও প্রেসনোটে জানান হয়েছে।
আগের নিউজ