অভ্যুত্থান-পরবর্তী বাজেটেও কি কালো টাকা বৈধ করার সুযোগ বহাল থাকবে?
ধবধবে বাজেটের আড়ালে বহুদিন ধরে অর্থনৈতিক ভারসাম্য ও নৈতিকতার কাঠামোকে ধ্বংস করে কালো টাকাকে বৈধতা দানের রীতি চলে আসছে। আগামী ২২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদনের সময় কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হতে যাচ্ছে–এমনটাই শোনা যাচ্ছে।