Published : 16 May 2025, 12:58 AM
কুমিল্লায় সময় টেলিভিশনের সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পূবালী চত্বরে এ হামলা হওয়ার কথা বলছেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
তিনি বলেন, “রাতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিলের অদূরে সাংবাদিক রায়হানের ওপর হামলা হয়।”
সাংবাদিক বাহার রায়হান বলেন, এদিন সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এতে পদ না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
“বিক্ষোভ মিছিলের ফুটেজ সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তারা নিবৃত্ত হয়৷ পরে আমি বুঝতে পারি কেউ আমার ডান উরুতে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে একটি অটোরিকশায় কুমিল্লা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই।”
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে রায়হান বলেন, তিনি কাউকে চেনেন না; সবাই অপরিচিত।
কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক শিহান আল নোমানী বলেন, “বাহারের ডান পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে৷”
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, “পূবালী চত্বরে সিসি ক্যামেরা থাকলে তার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।”
কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
“যারাই এ ঘটনায় জড়িত হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।”