Published : 11 Jun 2025, 09:55 AM
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল; আটকা পড়েছিল চার ট্রেন।
বুধবার সকাল ৭টা থেকে নন্দনগাছী স্টেশনের রেল লাইনে লাল পতাকা টানিয়ে স্থানীয়রা এই অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহীদুল আলম।
এতে সকাল ৯টা পর্যন্ত স্টেশনের দুপাশে আটকা পড়ে চারটি ট্রেন। সেগুলো হল- রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস, খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস ও পাবনা রুটের ঢালারচর এক্সপ্রেস।
চরম দুর্ভোগে পড়েন ট্রেনগুলির যাত্রীরা।
আন্দোলনকারী সাইফুল ইসলাম বলেন, চারঘাট নন্দনগাছী স্টেশনটি শতবর্ষী হলেও এখানে শুধুমাত্র লোকাল ট্রেন থামে। তাই দীর্ঘদিন ধরে চারঘাট নন্দনগাছী রেলস্টেশনের অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের নির্ধারিত স্টপেজের দাবি জানিয়ে আসছেন তারা।
একই দাবিতে এর আগে গত ১ মেও তারা বিক্ষোভ করেছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচিতে নেমেছেন।
প্রায় দুই ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ২০ জুন পুনরায় রেলপথ অবরোধের ঘোষণা দেন তারা।
স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, রেল কর্তৃপক্ষের আশ্বাসে রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে এতে এই পথে চলাচলকারী ট্রেনের সিডিউলে তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।