Published : 24 Dec 2024, 07:01 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি গো-চারণ ভূমিতে ঘাসের পরিবর্তে নিয়ম বহির্ভূতভাবে শসার আবাদের ঘটনা তদন্তে কমিটি করেছে মিল্কভিটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরদিন ২১ ডিসেম্বর ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয় বলে জানান মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক (সমিতি) মো. ছাইফুল ইসলাম।
মঙ্গলবার তিনি বলেন, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সরজমিন তদন্ত শেষে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মিল্কভিটার গো-চারণ ভূমিতে ঘাসের বদলে শসা চাষ
মিল্কভিটার উপ-ব্যবস্থাপক (সমিতি) তরুণ তপন বিন্দকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যরা হলেন- সদস্যসচিব মিল্কভিটার সহকারী ব্যবস্থাপক (সমিতি-বাথান) ইকবাল হোসেন, সদস্য মিল্কভিটার সহকারী ব্যবস্থাপক (সমিতি) এনামুল কবির, জুনিয়র অফিসার (সমিতি) জাহাঙ্গীর আলম, সমিতির সংগঠক খ ম আমিনুল ইসলাম ও ছানোয়ার হোসেন।
মিল্কভিটার আওতায় এক হাজার একরের বেশি গো-চারণ ভূমি রয়েছে। এসব গো-চারণ ভূমি ৪৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডকে সরকারিভাবে স্বল্প মূল্যে বাৎসরিক বরাদ্দ দেওয়া হয়েছে। এই গো-চারণ ভূমি গবাদি পশুর লালন-পালন এবং দুধের উৎপাদন বৃদ্ধিতে ব্যবহার করার কথা।
অথচ স্থানীয় দুগ্ধ সমিতি এবং মিল্কভিটার কতিপয় কর্মকর্তার যোগসাজসে শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু এলাকায় প্রায় ১৫০ বিঘা জমি নিয়ম বহির্ভূতভাবে সাব-বরাদ্দ নিয়ে কৃষকরা শসা চাষ করছেন বলে অভিযোগ উঠেছে।
এতে শসা চাষিরা লাভবান হলেও গো-চারণ ভূমি কমে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা।