Published : 03 Aug 2024, 08:43 PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ জেলায় সহিংসতার মামলায় ২৪ পরীক্ষার্থী কারামুক্ত হয়েছেন।
এর মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাত, রংপুর কারাগার থেকে ১০, শেরপুর থেকে দুই, মাদারীপুর কারাগার থেকে তিন ও সাতক্ষীরা কারাগার থেকে দুজন মুক্তি পেয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর
কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের কর্মকর্তা জানান, শনিবার সকালে তিনজন এবং বিকালে আরও তিন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ ছয়জনের সবাই নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন।
তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তারা হলেন- মিনহাজুল ইসলাম, মির্জা সাদেকুর রহমান, রাতুল ভুঁইয়া, লিমন মিয়া, আশরাফুল ইসলাম ও সামিউল্লাহ শাকিব।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ সুপার মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, সেখান থেকে হেলাল উদ্দিন নামে আরও এক শিক্ষার্থী মুক্তি পেয়েছেন।
রংপুর
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে শুক্রবার কারামুক্ত হন আট শিক্ষার্থী।
বাকি দুইজন শনিবার মুক্তি পেয়েছেন বলে শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আদালতের বিশেষ আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় আট কিশোর। এর আগে রাত সাড়ে ৮টায় মুখ্য মহানগর হাকিম এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন। পরে জামিন পেয়ে রাতেই কারাগার থেকে বেরিয়ে আসে ওই আট কিশোর শিক্ষার্থী।
জামিনপ্রাপ্তরা হলেন- মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে শুক্রবার রাত ১১টার পর আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।”
শেরপুর
কোটা সংস্কার আন্দোলনে শেরপুরে গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।
শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হলেও শেরপুর জিআর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল মাহমুদ দুপুরে ওই দুই পরীক্ষার্থীর জামিনের আদেশ দেন বলে জানান আদালত পরিদর্শক খন্দকার মো. শহিদুল হক।
মুক্তি পাওয়া দুই শিক্ষার্থী হল- ওমর ফারুক ও রাজন মিয়া।
তাদের দুজনেরই বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এবং তারা নালিতাবাড়ী শহিদ নাজমুল স্মৃতি কলেজের ছাত্র। গত ২০ জুলাই শনিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পরীক্ষার্থীরা শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান।
মাদারীপুর
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। বাস ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মাদারীপুর সদর থানার তাদের নামে মামলা হয়।
শনিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী এই আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হল- মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে মাজহারুল ইসলাম শিকদার, পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে নূর আলম সরদার এবং শহরের সরদার কলোনি এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী।
আইনজীবী মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সহিংসতায় দুটি পৃথক মামলায় তারা আসামি ছিলেন।
সাতক্ষীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থী জামিনে কারামুক্ত হয়েছেন।
সাতক্ষীরা সরকারি কলেজের এই দুই পরীক্ষার্থী নাম ফাহিম পারভেজ রনি ও জাহিদ হোসেন।
জেলা পুলিশের মুখপাত্র পরিদর্শক ইয়াসির আলম চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষার্থী ওই দুজন জামিনে কারামুক্ত হয়েছেন।