Published : 11 Jun 2025, 05:57 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সারাদেশের সঙ্গে ২ ঘণ্টা সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। আটকা পড়েছিল আরও দুটি ট্রেন।
এতে দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
বুধবার বেলা দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে গেলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে, দীর্ঘসময় রেলপথ বন্ধ থাকায় জয়ন্তিকা এক্সপ্রেসের সিলেট থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে সিলেটমুখী দুটি ট্রেনও আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন তিনটি ট্রেন ও স্টেশনে থাকা কয়েক হাজার যাত্রী।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে আখাউড়া থেকে একটি ইঞ্জিন আসলে পাহাড়িকা এক্সপ্রেসকে সরিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
স্টেশন মাস্টার লিটন আরও বলেন, ট্রেনটি সরিয়ে নেওয়ায় আটকে থাকা ট্রেনগুলি গন্তব্যে রওয়ানা হয়েছে। দুই ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ।