Published : 14 Apr 2025, 05:35 PM
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আবার দুপক্ষের সংঘর্ষের সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।
আহতরা হলেন- উপজেলার পশ্চিম ছাব্বিশপাড়ার কুদ্দুস খালাসীর ছেলে সাব্বির খালাসী (২১) এবং আবুল কালাম চোকদারের ছেলে সজল চোকদার (২৯)।
এর মধ্যে সাব্বিরের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সজলের হাত-পা ভেঙে গেছে। তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর আগে ৫ এপ্রিল উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য হালিম তালুকদারের অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন ঢালীর অনুসারীদের বিরোধ চলে আসছিল।
রোববার দুপুরে হালিমপন্থি জসিম তালুকদারের লোকজনের সঙ্গে মিঠুনপন্থি নুর-আলম সরদারের লোকজন মুখোমুখি হয়। এ সময় উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশি অস্ত্র নিয়ে একে অপরকে ওপর আক্রমণ চালায়।
জাজিরার মাঠে আধিপত্যের লড়াই: বালতিতে হাতবোমা, মাথায় হেলমেট, মুহুর্মুহু বিস্ফোরণ
'যার বোমা থাকবে সে জিতবে, যার বোমা শেষ সে পালিয়ে যাবে'
এতে সাব্বিরের হাতে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাতে সজল বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে হাত-পা ভেঙে দেয়।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র উদ্ধার করেন। তবে অভিযানের খবর পেয়ে উভয়পক্ষের লোকজন পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাব্বিরের স্বজন ফাতেমা বেগম বলেন, “আমার ভাতিজা ছোট মানুষ। ওর হাতের ওপরেই বোমা ফেটে গেছে।”
ওসি দুলাল আকন্দ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ৫ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।