Published : 03 Jun 2025, 01:45 PM
কোরবানি ঈদ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, “ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
“১৫ জুন সকাল থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।”
বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ফিরোজ কবির বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ১০দিন বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।