Published : 05 Nov 2024, 12:46 AM
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাসচাপায় এক মোটরসাইকেল চালক জামায়াত নেতা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়া এলাকায় এ ঘটে বলে নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান।
নিহত মো. ইউনুস আলী (৬০) পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল এলাকার বাসিন্দা। তিনি বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া তিনি জামায়াতের বাউফল উপজেলা শাখার সাবেক সহকারী সাধারণ সম্পাদক ছিলেন।
ওসি আব্দুস সালাম বলেন, ইউনুস আলী বাউফল থেকে মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। পথে বরিশালগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় ইউনুসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ৩০ অক্টোবর রাতে একই সড়কে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এ ছাড়া ২ নভেম্বর একইস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর মারা যায়।