Published : 13 Oct 2024, 03:21 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউপির ওয়ারিসপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
নিহত তোরাব আলী খাঁন (৫৮) ওই এলাকার প্রয়াত সোলায়মান আলী খাঁনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, স্থানীয় সামাদ আলীর ছেলে রানার সঙ্গে একটি পুকুরের জমি নিয়ে সমস্যা ছিল তোরাব আলীর। রোববার সকালে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে রানার সঙ্গে তোরাব আলির কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় রানার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলী কোপালে তিনি রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, নিহত তোরাব আলী খানের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।