Published : 27 Sep 2024, 05:34 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি ধান ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে খুঁজে পাওয়া যায়নি তার অটোরিকশা।
শুক্রবার দুপুরে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ।
চালককে হত্যার পর ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
নিহত মাসুক মিয়া (৩৩) বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের প্রয়াত জিতু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মাসুক যাত্রী নিয়ে বাহুবলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার অটোরিকশাটিরও। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর গ্রামে জমিতে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মাসুকের স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।
পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এসআই সোহেল মাহমুদ জানান, দুই দিন ধরে মৃতদেহটি জমিতে পড়ে থাকায় পচন ধরেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।