Published : 11 Jun 2025, 01:01 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার মনিপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান।
নিহত তন্ময় মনিপুর গ্রামের আলকাছ ভূঁইয়ার ছেলে।
তিনি কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের অফিস সহকারী ছিলেন। পাশাপাশি ইস্টার্ন মেডিকেলে কলেজের সামনে একটি স্টেশনারি দোকান চালাতেন তিনি।
নিহতের চাচাতো ভাই সুমন ভুইয়া বলেন, “মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল তন্ময়। পথে বাড়ির পাশে দ্রুতগামী একটি ট্রাক তন্মকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশের পিলারে ধাক্কা খেয়ে আহত হন।
“পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহটি বাড়িতে নিয়ে যান।”
ট্রাকটি খুঁজে বের করার চেণ্টা চলছে বলে ওসি ইকবাল বাহার জানান।