Published : 07 Oct 2023, 12:21 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বামী হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তার বিবি কুলসুম (৩৭) উপজেলার মধ্য নরোত্তমপুর গ্রামের ওয়াহেদ আলী সর্দার বাড়ির আবুল হোসেনের মেয়ে। ১২ বছর আগে একই ওয়ার্ডের মিজি বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী শহীদ উল্যার সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনটি মেয়ে রয়েছে।
এসপি শহীদুল জানান, সেলাইয়ের কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করতেন কুলসুম। এক পর্যায়ে স্বামীর অনুরোধে বিবি কুলসুম তার সঞ্চিত ১ লক্ষ ৫০ হাজার টাকা শ্বশুরের ঘর মেরামতে ব্যয় করেন। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।
২০১৮ সালের একদিন কুলসুমের বাবা মায়ের উপস্থিতিতে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে কুলসুমকে মারধর করেন শহীদ। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীকে ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইয়ে ফেলে বাবা-মাসহ পালিয়ে যান কুলসুম।
পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আদালত আসামিদের অনুপস্থিতিতে বিবি কুলসুমকে মৃত্যুদণ্ড এবং তার মা লিলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারের পর শনিবার সকালে কুলসুমকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।