Published : 13 May 2025, 08:48 PM
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়; এর দু ঘণ্টা পরেই সে মারা যায় বলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম জানান।
শিশুটির জন্ম দেন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার চা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার।
পরিবার জানায়, শনিবার বিকালে সুরভীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎসক জানান, তার গর্ভে জমজ শিশু রয়েছে।
মাজেদুল ইসলাম বলেন, শিশুর দেহ একটি কিন্তু মাথা দুটি। দুটি হাত, দুটি পা, দুটি মাথাতেই স্বাভাবিক চোখ, নাক ও মুখ রয়েছে।
তিনি বলেন, “এটি আমাদের প্রথম সন্তান ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই মাথার সন্তান হয়। কষ্ট হলেও আসলে কিছু করার নেই।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও আবুল কাশেম বলেন, “শিশুটি মায়ের গর্ভেই ময়লা পান করে অসুস্থ হয়ে পড়েছিল। শিশুটি মারা গেছে।”