Published : 10 Jun 2025, 03:10 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার মশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।
নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের কিসমত প্রামাণিকের ছেলে আব্দুর রউফ (৫০) এবং দাসপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী তৃষা (২৮)।
পুলিশ জানায়, অটোরিকশাটি পাবনার বেড়া থেকে সিরাজগঞ্জের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
আহত আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা।
ওসি আব্দুর রউফ বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে গেছেন।