Published : 03 Jul 2025, 06:28 PM
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের একান্ত ব্যক্তিগত সহকারী-পিএস রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ-ডিবি।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পিটিআই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান।
গ্রেপ্তার ৪৫ বছর বয়সি রাশেদ রৌমারী উপজেলার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা এবং রংপুরে আত্মগোপনে ছিলেন তিনি।
রাশেদের বিরুদ্ধে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিয়োগ, বদলি, ঠিকাদারির কাজ এবং এনজিওর প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে অনেক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগে ‘পাশ বাংলাদেশ’ নামের একটি এনজিও তার বিরুদ্ধে মামলা করেছে। কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি বিচারাধীন।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন খবর পেয়ে দুপুরে বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি টিম।
ডিবির ওসি বজলার রহমান বলেন, রাশেদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।