Published : 22 Dec 2024, 12:04 AM
আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে গণপরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
একইসঙ্গে বৃহস্পতিবার থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
শনিবার দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।
তখন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ছিলেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম বলেন, “চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া, প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে। যেন দেখে সহজেই চেনা যায় কোন উপজেলার যানবাহন এটি।”
দাবিগুলো মানা না হলে আগামী সোমবার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
একইসঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও আসে সংবাদ সম্মেলন থেকে।
নেতারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।