Published : 04 Jun 2025, 01:34 PM
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া এক বিএসএফ সদস্যকে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি তাকে হেফাজতে নেয়।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করেনি বিজিবি।
সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, “সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।”
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, “জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়।
“খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়।”
তাকে আইনগতভাবে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।