Published : 23 May 2025, 09:38 PM
ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার সকালে ইট বোঝাই ট্রাকের উপর ছিলেন মোহাম্মদ মিলন (৩২) নামে এক শ্রমিক। ভাঙ্গা উপজেলার দিকে যাওয়ার পথে ট্রাকের উপর থেকে সড়কে পড়ে যান মিলন। তখন পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চাপায় তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইট বোঝাই থ্রি-হুইলার একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রাকিব শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রি মাথায় আঘাত পান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
এ ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হন বলে জানান ওসি।
এছাড়া জেলা সদর উপজেলার চুনপচা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বেলা আড়াইটার দিকে ওই এলাকার হাক্কানী সড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ারি থানার ওসি মো. আসাদুজ্জামান ।
নিহত সাইফুল ইসলাম চুনপচা এলাকার খালেক মোল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাক্কানী সড়কের পাশে সমাবেশের মঞ্চ নির্মাণের সময় সাইফুল টিন সাজানোর চেষ্টা করেন। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে টিন লেগে বিদ্যুতায়িত হয়ে মঞ্চের উপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।