Published : 26 May 2025, 08:23 PM
নরসিংদী সদর উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান রেলওয়ে বিভাগের ঢাকা জোনের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে দোকানপাটসহ অবৈধ সব স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
পরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ ধরে উপজেলার বাদুয়ারচর গেইটবাজার এলাকা পর্যন্ত শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, বার বার নোটিস ও মাইকিং করার পরও এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।