Published : 10 Apr 2024, 05:24 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক শিশুকে অপহরণের দুই দিন পর গজারি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহরণের পর দাবি করা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. আকবর আলী।
বুধবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মহাখারী বাগানের টেক গ্রামের গজারি বনের গহিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিশু মো. মেহেদী হাসান মাহিম (৯) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়িবাইদ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে ভাড়া বাসায় থাকত।
গ্রেপ্তার মো. রনি মিয়া (২৮) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের আ. সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর থানার এসআই মো. ইসমাইল বলেন, “সোমবার সন্ধ্যার দিকে মাধখলা গ্রাম থেকে মাহিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়। এ ঘটনায় মাহিমের বাবা শ্রীপুর থানায় অভিযোগ করেন।
লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিত্রে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয় বলে জানান তিনি।
এসআই জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি পুলিশকে বলেন, ‘মাহিমকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে এবং তাদের হেফাজতে আছে’।”
পরে রনিকে নিয়ে গজারি বনের ভেতর থেকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এসআই ইসমাইল।
ওসি আকবর আলী বলেন, “অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মাহিমকে শ্বাসরোধে হত্যা করে রনি। তাকে আদালতে পাঠানো হয়েছে।”