Published : 27 Nov 2022, 03:37 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাশ নতুন বছরের জানুয়ারিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মো. আবু হাসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
আবু হাসান বলেন, “২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে হল প্রাধ্যক্ষ কমিটির এক সভায় ১ জানুয়ারি থেকে ক্লাস শুরুর সুপারিশ করা হয়েছিলো। সেটা এখন আর সম্ভব না।
“নতুন হলগুলোতে আসনের পাশাপাশি জনবল সমস্যার সমাধান হলে ১৫ জানুয়ারি থেকেই ক্লাস শুরু হবে।”