Published : 30 Nov 2023, 10:51 AM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশালের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম জানান।
দণ্ডিতরা হলেন- গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামের বাসিন্দা তামিম শেখ (৪৪) ও তার সহযোগী কোটালীপাড়া উপজেলার রুবেল শেখ (৪২)।
বেঞ্চ সহকারী বলেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী এলাকার রাশিদা বেগম সম্পর্ক করে বিয়ে করেন তামিম শেখকে। এটা দুইজনের দ্বিতীয় বিয়ে ছিল।
২০২২ সালের ১৯ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তামিম শেখ ও তার সহযোগী রুবেল হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে রাশিদাকে হত্যা করেন।
তিনি বলেন, এ ঘটনার পরদিন রাশিদার ভাই বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর দুই আসামি আদালতে জবানবন্দি দেন। আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদলাত এ রায় দেয়।
রায়ে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেকেই পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]