Published : 26 Dec 2023, 03:57 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারের বাধা দেওয়ায় অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (এসপি) জানান, সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইমন মাহমুদ রবিন (২৫), সেন্টু তালুকদার (৪৯), ডন শরীফ (৪৫), আনিসুর রহমান শাওন (৩২), রাসুকুল ওরফে রাকিব (৩০) এবং চান মিয়া (২৭)।
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ওই আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে কায়েতপাড়া ইউপির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে প্রচারে যান তার সমর্থকরা। সেখানে নৌকার প্রচার চলছিল। এ সময় কিছু লোকজন প্রচারে বাধা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে মারধর করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা মো. চান মিয়া।
তিনি আরও বলেন, তার ওই অভিযোগটি পরবর্তীতে মামলা হিসেবে রেকর্ড করে রূপগঞ্জ থানা পুলিশ। এ মামলায় স্থানীয় ইউপি সদস্য সমসের আলীসহ ১৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়।
মামলার পর রাতে অভিযান চালিয়ে চনপাড়া থেকে এজাহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসপি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, ওই ছয়জনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।