Published : 15 Dec 2022, 10:56 AM
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টায় আবার ফেরি চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালাহউদ্দিন বলেন, হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাটে আটকা পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ফেরি চালু হলেও গাড়ির তেমন চাপ না থাকায় ঘাট এলাকায় যানজট নেই বলে জানান বিআইডব্লিউটিসি’র এ কর্মকর্তা।