Published : 14 Jan 2024, 07:59 PM
মুন্সীগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হন।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আধার ইউনিয়নের শোলারচর ও বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান জানান।
নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীকে সর্মথন করায় একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলার চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় রেনু বেগম (৫০), মাহফুজ (৫০) ও শাহানাজ বেগম (৫০) নামে তিনজন আহত হয়েছেন। একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গ্রাম দুটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, পরাজিত নৌকার ও জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ ছিল।
গ্রামবাসীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে পরিচিত উত্তর শোলারচর গ্রামের আহাদুল মিয়ার নেতৃত্বে শোলারচর ও বকুলতলা গ্রামে হামলা চালানো হয়েছে। শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত মাহাবুব ভূঁইয়ার স্ত্রী জাকিয়া বেগম জানান, তার বাড়িতে ভাঙচুর চালিয়ে পাঁচটি গরু, আটটি ছাগল ও ১০ ভরি সোনার গহনা লুট করা হয়েছে। বাড়িতে সিসি ক্যামেরা থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এ হামলা চালানো হয়েছে। এছাড়াও দুটি সিসি ক্যামেরা নিয়ে যায় হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত আমিন উদ্দিন সরকারের মেয়ে পান্না বেগম বলেন, “ভোরে কাঁচির সমর্থক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি সোনার গহনা লুট করা হয়েছে। এ সময় তারা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়।”
তবে আহাদুল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান বলেন, “আমরা সাতটি ঘর ভাঙচুরের চিত্র দেখেছি। সাতটি গরু লুটের খবর পাওয়া গেছে। চারটি উদ্ধার হয়েছে, বাকি গরু উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
মুন্সীগঞ্জ-৩ সদর আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাছে ৬ হাজার ৮৭২ ভোটে পরাজিত হন।