Published : 31 Aug 2023, 10:55 PM
নোয়াখালীতে গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অভিযোগে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মূখ্য বিচারিক হাকিম মোসলেহ উদ্দিন মিজানের নির্দেশে ওই দুজনকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।
কারাগারে যাওয়া আসামিরা হলেন: সদর উপজেলার চাড়ুবানু গ্রামের বাসিন্দা এরশাদ (৩৫) এবং মো. ইসমাইল (৩৫)।
ওসি আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে কয়েকজন লোক সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের ডিলার মিজানুর রহমানের গুদাম ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের চালের বস্তা থেকে প্লাস্টিকের বদনা দিয়ে চাল বের করে কালোবাজারে বিক্রি করেন।
আব্দুস সহিদ নামে স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখার পর স্থানীয় লোকজনকে খবর দেন। পর লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে ইসমাইল ও এরশাদকে আটক করেন। এ সময় তাদের সহযোগীরা কৌশলে পালিয়ে যান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ইসমাইল ও এরশাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা চাল চুরির কথা স্বীকার করেন।
পরে ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস সহিদ বাদী হয়ে এরশাদ, ইসমাইল, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মিজানুর রহমান ও জামালসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
ওসি আরও বলেন, ওই ডিলারের গুদাম ঘরটি সিলগালা করা হয়েছে।
মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।