Published : 16 May 2025, 09:42 PM
মৌসুমের শুরুতে এফএ কাপ কোনোভাবেই ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ আগ্রাধিকার ছিল না। তবে এখন তারা টানা তৃতীয় ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে এবং সপ্তাহান্তে নিজেদের সর্বোচ্চটা দিয়ে শিরোপা জয়ের চেষ্টার কথা বললেন কোচ পেপ গুয়ার্দিওলা।
আগামী শনিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে সিটি।
স্ট্রাইকার আর্লিং হলান্ডের মতে, ‘ভয়ঙ্কর মৌসুম’ কাটছে তাদের। অনেক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে তারা। নতুন আঙিকের চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নেয় নকআউট পর্বের প্লে-অফ থেকে।
প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে আছে সিটি। এখনও পরের আসরের চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা নিশ্চিত নয়। গুয়ার্দিওলার মতে, ভীষণ বাজে মৌসুম থেকে উদ্ধারের জন্য এফ কাপ শিরোপাও যথেষ্ট হবে না।
“এটাই সমস্যা, এফএ কাপ এখন প্রথম পছন্দ নয়। অবশ্যই, আমরা এটা জিততে চাই। যেহেতু আমরা এখানে আছি, অবশ্যই আমরা শিরোপা জিততে চাই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ।”
“গত মৌসুমে (এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার) ছিল হতাশার। তবে আমি নিশ্চিত, আমরা ভালো খেলব এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়াই করব।”
এফএ কাপের ফাইনালে খেলাকে অনেক বড় করেই দেখছেন সিটি কোচ।
“টানা তৃতীয়বারের মতো আমরা এখানে আছি এবং আমাদের ভালো খেলতে হবে। আমরা লন্ডনে যাব শিরোপা জিততে।”