বাফুফে
Published : 09 May 2025, 07:23 PM
কখনও রেফারির সিদ্ধান্ত মনপূত না হওয়ায়, কখনও ফাউলকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কি, এমনকি মারামারিতে জড়িয়েছেন বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। কম যাননি তাদের সমর্থকেরাও। তারাও কখন গ্যালারি স্মোক ফ্লেয়ার জ্বালিয়ে খেলা বিঘ্নিত করেছেন, অকারণে মাঠে প্রবেশও করেছেন। এই সব কাণ্ড নিয়ে বসেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ক্লাবগুলোকে আর্থিক দণ্ড দেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীকে। খেলোয়াড়দের মধ্যে শাস্তি পেয়েছেন সাদ উদ্দিন, সোহেল রানা ও মোহাম্মদ শাহীন।
গত ১২ এপ্রিলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ম্যাচে মোহামেডানের সমর্থকরা স্মোক ফ্লেয়ার জ্বালানোর কারণে দলটিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ম্যাচেই কিংসের সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে তাদেরকেও জরিমানা গুণতে হচ্ছে ১ লাখ টাকা।
ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দাথ দত্ত স্টেডিয়ামে গত ২৬ এপ্রিলে আবাহনী ও মোহামেডানের ম্যাচে সমর্থকদের উচ্ছৃঙ্খলতায় মোহামেডানকে আরও ১ লাখ টাকা আর্থিক জরিমানা গুণতে হবে।
গত ২ মে’তে ধীরেন্দ্র নাথ দাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার খেলায় অখেলোয়াড়সুলভ আচরণের কারণে পুলিশের দানিলো অগাস্তো ও মান্নাফ রাব্বিকে এবং মোহামেডানের ইমানুয়েল সানডে ও মোঃ সুজনকে সতর্ক করেছে কমিটি।
ওই ম্যাচে মোহামেডান সমর্থক আওলাদ হোসেন (ইমাম) অবৈধভাবে মাঠে ঢুকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেন এবং মারতে তেড়ে যান। আওলাদকে পরবর্তী এক বছরের জন্য বাফুফে কর্তৃক আয়োজিত যে কোন প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মোহামেডানও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।
গত ২ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংস বনাম আবাহনীর খেলা চলাকালীন রেফারির অনুমতি ছাড়াই কিংসের সহকারী প্রশিক্ষক মাহবুব হোসেন রক্সি মাঠে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত বাফুফে আয়োজিত সকল প্রতিযোগিতায় রক্সিকে অংশগ্রহণ হতে বিরত থাকতে বলা হয়েছে।
ওই ম্যাচে কিংসের সাদ উদ্দিন ফাউলের কারণে লাল কার্ড পাওয়ার পরও খেলা শেষে অবৈধভাবে মাঠে প্রবেশ করে ম্যাচ কমিশনারের সাথে বাকবিতন্ডায় জড়ান ও ম্যাচ কমিশনারকে ধাক্কা দেন। তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত বাফুফে কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতার খেলায় অংশগ্রহণ হতে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি৷
ওই ম্যাচেই কিংসের সোহেল রানাও লাল কার্ড দেখেছিলেন অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। একই ম্যাচে খেলা শেষে কিংসের সাপোর্টিং স্টাফ তামিম নিময় বর্হিভূতভাবে মাঠে প্রবেশ করা এবং আবাহনীর প্রতি আক্রমনাত্মক কথা বলে ছয় মাসের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হয়েছে। এ ম্যাচের ঘটনায় কিংসকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ওই ম্যাচের কাণ্ডে আবাহনীর খেলোয়াড় শাহীন আহমেদ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে। ম্যাচ শেষে সমর্থকদের গোলমালের দায়ে ১ লাখ টাকা আর্থিক জরিমানাও গুনতে হবে আবাহনীকে।