চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 Jun 2025, 06:53 PM
ইতিহাস গড়ার আনন্দে সবে গা ভাসাল পিএসজি, উদযাপন তো কেবল শুরু হলো তাদের। এর মাঝেই ক্লাবটির ফরাসি ফুটবলারদের কয়েকজনকে যোগ দিতে হবে জাতীয় দলে। উসমান দেম্বেলে মজার ছলে বললেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ঘোর না কাটায় তাদেরকে অদ্ভুত এক অবস্থায় পাবেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দেয় পিএসজি। একপেশে লড়াইয়ে ৫-০ গোলে জিতে লুইস এনরিকের দল ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ট্রফি।
এরপর থেকেই প্যারিস জুড়ে শুরু হয় বাঁধভাঙা উদযাপন। পিএসজির সমর্থকদের সেই উন্মাদনায় ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও, প্রাণ হারিয়েছেন দুইজন। তবে পিএসজির এই উল্লাস, উচ্ছ্বাস যে এখনই থামার নয়। বহুল কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পাওয়া বলে কথা।
ইউরোপ সেরার মুকুট মাথায় পরার সেই আনন্দের রেশ কাটানোর সময় পাচ্ছেন না পিএসজির কয়েকজন। আগামী বৃহস্পতিবার নেশন্স লিগের সেমি-ফাইনালে ফ্রান্সের হয়ে যে তাদের লড়তে হবে স্পেনের বিপক্ষে। সেই ম্যাচের জন্য সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা পিএসজির লুকা এরনঁদেজ, ওয়ারেন জাইরে-এমেরি, বাহলি বারকোলা, দিজিরে দুয়ে ও দেম্বেলের।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সবাই যে খুশিতে আত্মহারা, ফরাসি টেলিভিশন চ্যানেল এম১৬-এ দেওয়া সাক্ষাৎকারে সেটি তুলে ধরেন তারকা ফরোয়ার্ড দেম্বেলে।
“পুরো জাতি, পুরো একটি শহরকে আমরা গর্বিত করেছি। আর তারা যেটা বলে, উদযাপন তো কেবল শুরু হলো। দিদিয়ে (দেশম) আমাদেরকে অদ্ভুত এক অবস্থায় পাবেন।”
২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে গিয়েছিলে পিএসজি। কিন্তু সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে তাদের। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার অধরা ট্রফিটি ঘরে তুলতে পারল ফরাসি চ্যাম্পিয়নরা।
ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে যে দাপুটে জয় তুলে নিয়েছে পিএসজি, তাতে রেকর্ডের পাতায়ও নাম উঠে গেছেন দলটি। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সুদীর্ঘ ইতিহাসে ফাইনালে এত বড় জয় আগে কোনো দল পায়নি। এর আগে সর্বোচ্চ ৪ গোলের ব্যবধান দেখা গিয়েছিল চারবার; যেগুলো করেছিল রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এসি মিলান (দুইবার)।
ইতালিয়ান ক্লাবটিকে এভাবে হারাতে পেরে জয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে পিএসজির, এমনটাই বললেন দেম্বেলে।
“এই মাত্র যেটা ঘটল, এটা ছিল অবিশ্বাস্য। ফাইনাল জেতা সবসময় দারুণ ব্যাপার, কিন্তু এইভাবে জেতা আরও বেশি দুর্দান্ত, আরও বেশি রোমাঞ্চকর।”
“সত্যি বলতে, আমাদের এটা প্রাপ্য। অনেক বছরের কষ্ট ও সংগ্রামের পর আমি মনে করি পিএসজির এই জয় সত্যিকারের প্রাপ্য ছিল।”
পিএসজির সমর্থকদের উন্মত্ত উদযাপনে দুইজনের প্রাণহানি হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৯৩ জন। পাঁচ শতাধিকের বেশি আটক করেছে পুলিশ।
সবাইকে শান্তিপূর্ণ উদযাপন করার আহ্বান জানিয়েছেন দেম্বেলে।