ইতালিয়ান ফুটবল
Published : 09 Jun 2025, 09:59 PM
সব দিক থেকে যে আভাস মিলছিল, সেটাই সত্যি হলো। রোমানিয়ার ক্রিস্তিয়ান কিভুকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টার মিলান।
সিমোনে ইনজাগি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোচ বেছে নিতে বেশি সময় নিল না ইন্টার। গণমাধমে খবর আসছিল, ইতালিয়ান ক্লাবটির দায়িত্বভার নিতে পারেন কিভু। পার্মার সঙ্গে রোমানিয়ান এই কোচ সম্পর্ক ছিন্ন করার পর আনুষ্ঠানিক ঘোষণা নিল ইন্টার।
গত ফেব্রুয়ারিতে পার্মার দায়িত্ব নেন ইন্টারের সাবেক ডিফেন্ডার কিভু। আগামী বছরের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল সেরি আর ক্লাবটির। কিন্তু ৪ মাস না যেতেই পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়েন তিনি।
জোসে মরিনিয়োর ট্রেবল জয়ী ইন্টারের সদস্য ছিলেন কিভু। ৪৪ বছর বয়সী কোচের পুরোনো ঠিকানায় নতুন পরিচয়ে কাজ শুরু হবে ক্লাব বিশ্বকাপ দিয়ে। নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে ইন্টারের প্রথম প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব মনতেরে।
চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইন্টার। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো শিরোপাই। মৌসুমের শেষ ভাগে ব্যর্থতার মাঝে সবচেয়ে বড় ধাক্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। একপেশে শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজির বিপক্ষে ৫-০ গোলে হারে ইন্টার।
এরপর দুই পক্ষের সমঝোতায় গত মঙ্গলবার পদত্যাগ করেন ইনজাগি। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। ক্লাব বিশ্বকাপের অভিযান শুরুর আট দিন আগে তার উত্তরসূরীর নাম ঘোষণা করল ইন্টার।